বগুড়া শেরপুরে জুয়ার আসরে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে পানিতে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এসময় পুলিশ আরো চারজনকে আটক করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে পুলিশ জুয়ার আসরে অভিযান চালায়।
উপজেলারর আসর থেকে ভয়ে আব্দুল হাই নান্নু(৪৫) নামে একজন পালিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং বাঁকি চারজনকে পুলিশ গ্রেফতার করে। ন্গ্রা্ফি্িি্িি
শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আওলাকান্দি এলাকায় গিয়ে নৌকায় জুয়াখেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় সাঁতার দিয়ে নদীর ওপারে পালিয়ে যায় বলে তিনি জানান।
অভিযোনে একটি নৌকা, নগদ ৩৩ হাজার ৪শ৬০টাকা, তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে তিনি
জানান। এসময় কাজিপুরের হরিনাথপুর কলেজের প্রভাষক আব্দুল হাই (৩৪) নামের একজন নিখোঁজ হয়েছেন বলে তার আতœীয় সুত্রে জানা গেছে।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, সকাল থেকেই নদীতে তার লাশ খোঁজাখুজির এক পর্যায়ে দেড় কিলোমিটার দক্ষিণে তার লাশ ভেসে ওঠে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।