দ্বীন মোহাম্মাদ সাব্বির,স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মালবাহী ট্রাকচাপায় ডা. আরাফাত পাঠান (২৫) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে চারলেন মহাসড়ক নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ডা. আরাফাত পাঠানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় । নিহত আরাফাত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস শেষ করে ইন্টার্নি করছিলেন। এবং তিনি সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ (এসএমএএমসি) ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, আরাফাত মোটর সাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছালে পেছন থেকে চারলেন মহাসড়ক নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে।
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম বলেন, আরাফাত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।