ফাহিম আহম্মেদ রিয়াদ, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাহালু উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ।