সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে অটোরিকশাসহ অটোরিকশা চোরাই ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করেছে সিরাজদিখান পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমান ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা সরকারি প্রাইমারী স্কুলের পুর্ব পাশের রাস্তা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতরা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চেংরাকান্দী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ জুয়েল (৪০) ও কুমিল্লা জেলার লাকশাম উপজেলার পুংগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ অহিদ মিয়া (৪০)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।