ঠাকুরগাঁও প্রতিনি: ঠাকুরগাঁও টাংগন নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর (ভদ্র পাড়া) গ্রামের এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কমীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত রিপন চন্দ্র বর্মন (২৪) সদর উপজেলা রুহিয়া থানার ধর্মপুর গ্রামের নগেন চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায় ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টার দিকে নগেনের ছেলে রিপন চন্দ্র বর্মনসহ কয়েকজন নদীতে মাছ ধরতে যায়। তাদের মধ্যে ১জন নদীতে ডুবে নিখোঁজ হয়। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশন ঠাকুরগাঁওয়ে খবর দেই, সেই সাথে থানা এবং ইউএনওকে জানানো হয়। পরে (২৯ সেপ্টেম্বর) রংপুর রংপুর বিভাগের ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল এসে ৩ঘন্টা অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশন অফিসার মফিদার রহমান বলেন প্রথমদিন নদীতে পানি বেশী থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে অনেক চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার হয়।