এস,এম,হাবিবুল হাসান :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকা থেকে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় তাদের কাজ থেকে ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আটক করে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত জেলেরা হলো, পেড়ীখালী রামপাল এলাকার তরিক শেখের ছেলে অহিদুল (১৬), আজগর গাজীর ছেলে আলমগীর (২৬), রুস্তম শেখর ছেলে রবিউল (২২), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা এলাকার মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৫) ও মান্নাফ হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (২০)।
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন র্কমর্কতা সুলতান আহমেদ জানান,আটককৃত জেলেদের শনিবার সকালে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে । তিনি আরো বলেন সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ও পুষ্পকাটি ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা।
এর আগে শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম ও পুষ্পকাঠি টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের কয়লা/বেহলা খাল হতে একটি মাছের ট্রলারসহ পাঁচজনকে আটক করে।