ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে গত ৭ দিনের লাগাতার বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে মধ্যবৃত্তসহ সাধারণ খেটে খাওয়া মানুষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল ও দুপুরেও জনসমাগম চোখে পড়েনি, ডুবেছে বড়মাঠের সবজি বাজার, পথ ঘাট, নি¤œ এলাকার বাড়িঘর।
গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত চলমান বৃষ্টি পাতের কারনে সাধারণ মানুষ ঘর থেকে বেড় হতে পাড়ছে না। ঠাকুরগাঁও শহরের মাদ্রাসাপাড়া মহল্লার বেলাল হোসেন বলেন খোলা আকাশের নীচে পানের দোকান করি। কিন্তু কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে দোকান খুলতে পারছি না। এমন অবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে আছি। আদর্শকোলনী বিহারী পাড়া এলাকার মখলেছার রহমান বলেন ইটের ভাটায় কাজ করি কিন্তু বৃষ্টির কারনে কাজে যেতে পারছি না। বাড়ীতে চাল-ডাল নেই, মহাজনের কাছে আগাম টাকা নিয়ে খেতে হবে। মুসলিমনগর মহল্লার রিক্সা চালক তসলিম উদ্দীন বলেন বৃষ্টিতে মানুষ ঘর থেকে বেড় হতে পারছে না। রিক্সা নিয়ে বেড় হলেও ভাড়া নাই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আফতাব হোসেন বলেন লাগাতার বৃষ্টিতে ক্ষতি হয়েছে সবজি, নিচু এলাকার ধানক্ষেত ডুবে গেছে, মাটিতে শুয়ে পড়েছে আখ ক্ষেত। এতে কৃষকের ক্ষতি ছাড়াও জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলের উৎপাদন বিপর্যয়ের আশংকা করা হচ্ছে।