ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে সরকারের প্রনোদনা হিসাবে নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে ৬৬ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার ৩’শ ৮৮ জন শিক্ষক কর্মচারীর মাঝে সরকারের দেয়া প্রনোদনার চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন প্রমুখ।
মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি মাদ্রাসা, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ প্রনোদনার আওতায় এই চেক পান। প্রতিজন শিক্ষক প্রনোদনা হিসাবে পান ৫ হাজার টাকার চেক এবং কর্মচারীরা পান ২ হাজার ৫’শ টাকা চেক।
এছাড়াও জেলার রাণীশংকৈল উপজেলায় ২২৩ জন, পীরগঞ্জ উপজেলায় ৪২৯ জন, হরিপুর উপজেলায় ১৯৬ জন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ২০৮ জন শিক্ষক কর্মচারীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।