দ্বীন মোহাম্মাদ সাব্বির,স্টাফ রিপোর্টার:
করোনাকালীন সময়ে তৃণমুল গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সিরাজগঞ্জের সাংবাদিকদের সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি মোল্লা জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব আব্দুল মজিদ। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন ।
সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, হেলাল আহমেদ, এসএম তফিজ উদ্দিন, ফজল এ খোদা লিটন ও সুকান্ত সেন।
মত বিনিময় সভায় বক্তাগন বলেন, মহামারী করোনাকালীন সময়ে সাংবাদিকরা সন্মুখ যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক করোনায় মৃত্যুবরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই দূর্যোগকালীন সময়ে সাংবাদিকদের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগীতা করছেন।
এই জন্য প্রধানমন্ত্রীর কাছে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে মোল্লা জালাল সাংবাদিক কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে ৩৬ জন সাংবাদিকের অনুদানের চেক প্রদান করেন। এ সময় সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।