কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার কাহালু উপজেলায় ১২ বছর বয়সী এক মেয়ের বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে কাহালু থানা পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রত্নাগাড়ী গ্রামের মোঃ আজিম উদ্দিন এর ১২ বছর বয়সী এক মেয়ের বাল্য বিবাহের আয়োজন করে তার পরিবার।
খবর পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে নারী ও শিশু হেল্প ডেস্কের ইনচার্জ এসআই গুলবাহার খাতুন সঙ্গীয় অফিসার এএসআই মোঃ মাসুদ রানা ও নারী কনষ্টেবল সহ সরেজমিনে সেখানে গিয়ে বাল্য বিবাহটি ভঙ্গ করে দেন।
কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্কের ইনচার্জ এসআই গুলবাহার খাতুন জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে এবং মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়া মর্মে অঙ্গীকার করে তার মা-বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।