স্টাফ রিপোর্টার:
ছোট্ট মায়াবি এই শিশুটি বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমান নগর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর আলম ও নুরনাহার বেগমের একমাত্র সন্তান নুসরাত জাহান। বয়স মাত্র দুই বছর। এটুকু বয়সেই শিশুটির হৃদযন্ত্রের (হার্ট) জটিল সমস্যা দেখা দিয়েছে, রক্তনালীও প্রায় বন্ধ হওয়ার পথে যেকারনে মৃত্যুর প্রহর গুনছে। ঢাকা হার্ট ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসকরাজানিয়েছেন, নুসরাত জাহানকে দ্রুত ভারতে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে অস্ত্রপাচার করাতে হবে। যার জন্য প্রায় ৪/৫ লক্ষ টাকার প্রয়োজন।
ঢাকা থেকে বাড়িতে ফিরিয়ে এনে অর্থাভাবে বিনা চিকিৎসায় দারির্দ্যর কাছে অসহায় আতœসমর্পনে বাধ্য হচ্ছে নুসরাতের বাবা-মা। নুসরাতের বাবা জানান, একমাত্র সন্তানকে বাচাঁতে আমার সহায় সম্বল যা ছিলো সব শেষ করেছি এত টাকা যোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। নুসরাতের মা কাতর কন্ঠে জানান, আমি আমার জীবনের বিনিময়ে হলেও সন্তানকে বাচাঁতে চাই। তার মুখে আবারো মা ডাক শুনতে চাই। আমার সন্তানকে বাচাঁতে আমাদের টাকা পয়সা ছিলো সব শেষ, আমার বুকের ধনকে বাঁচাতে সকলের সহযোগীতা চাই। নি¯পাপ এ মেয়েটিকে বাচাঁতে এলাকার সকল হৃদয়বান ব্যাক্তির সহযোগীতা কামনাসহ দেশে/বিদেশের বিত্তশালী স্বহৃদয়বান ব্যক্তি, ও বিভিন্ন মানব কল্যান সংস্থার সাহায্য পেতে জোর আকুতি জানিয়েছে পরিবারটি।
জাহাঙ্গীর আলম মোবাইল নং- (বিকাশ) ০১৬১৯-২০০০৯২