বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় এক হাজার পিচ ইয়াবা ট্যবলেট সহ শাহিনুর রহমান (৩৮)নামের এক র্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকায়।
আটক র্যাব সদস্য শাহিনুর ইসলাম গাইবান্দা জেলার শাখাটা গহিবঙ্গ গ্রামের বাসিন্দা তারেক সর্দাদের ছেলে এবং বগুড়া সেনা ইউনিটের কর্পোলার হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খুলনা র্যাব-৬ব্যটালিয়নে সংযুক্ত রয়েছেন ।
পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়, বিকাল আনুমানিক ৫টার দিকে শাহজাহানপুর থানায় কর্মরত এসআই মামুন গোপন এক গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ডোমনপুকুর এলাকার কর্পোরাল শাহিনুরের ভাড়া বাসায় অভিযান চালায় ।এসময় র্যাব সদস্য কর্পোরাল শাহিনুরের হেফাজত থেকে জব্ধ করা হয় এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ।ঘটনার পর পর আটক কর্পোরাল শাহিনুর ইসলামকে বগুড়া সেনা নিবাসে হস্তান্তর করা হয়েছে।