ঠাকুরগাঁও প্রতিনিধি:
কারোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জেলার সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে হত দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদিপশু, ভ্যানরিক্সা, সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিজিবি ব্যাটালিয়ন প্রাঙ্গনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পৃথক পৃথক অনুষ্ঠানে এই সকল উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫০ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শহীদুল ইসলাম, সহকারি পরিচালক রাজ মাহমুদ প্রমুখ।
অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম জানান করোনার মহাদুর্যোগে জেলার প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের ৫ হাজার দুঃস্থ পরিবারে ত্রাণ বিতরণ ছাড়াও কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, রিক্সা ভ্যান ও গবাদি পশু বিতরণ করা হয়েছে এবং দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি নিশ্চিত করার জন্য বিজিবি নিয়মিত পর্যবেক্ষণ করছে।