দ্বীন মোহাম্মাদ সাব্বির,স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ মো: নাজমুল হোসেন নামে চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জ থানা পুলিশ।শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার খামারগাঁতী সরকারি প্রথমিক বিদ্যালয়ের পাশে সামাদের মেহেগুনি বাগানের মধ্যে চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের সময় খামারগাতী গ্রামের মৃত হাবিবুর এর ছেলে মো: নাজমুল হোসেনকে আটক করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাররম হোসেন জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার খামারগাঁতী সরকারি প্রথমিক বিদ্যালয়ের পাশে জৈনক সামাদের মেহেগুনি বাগানের মধ্যে চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয় হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো: নাজমুল হোসেন নামের একজন মটর সাইকেলস চোরকে আটক করা হয়।
এঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত ব্যক্তি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করে কোর্টের প্রেরণ করা হয়েছে।