ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমতল আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটি এই কর্মসূচীর আয়োজন করে।
এ সময় বক্তব্য দেন আদিবাসী পরিষদের জেলা কমিটির উপদেষ্টা আইনজীবী ইমরান হোসেন চৌধুুরী, আহবায়ক জ্যাকো খালকো, সদস্য সচিব বিষুরাম মর্মূ, সদস্য দুলাল তীগ্গা, সুজন কুজুর প্রমুখ।
বক্তাগণ বলেন আদিবাসীদের ভূমি সমস্যা দিনদিন প্রকট আকার ধারণ করেছে। এক শ্রেণীর ভূমিদস্যু ও সন্ত্রাসীরা বিভিন্ন সময় আদিবাসীদের অত্যাচার, ভূমি থেকে উচ্ছেদ, জাল দলিল, হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, মিথ্যা মামলা, লুটপাট জবর দখল, দেশ ত্যাগে বাধ্য করা সহ নানা নির্যাতন নিপিড়নের শিকার হয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। আদিবাসীদের জীবন সংকটাপুর্ন হয়ে পড়েছে এবং তাদের মানবাধিকার পরিস্থিতি ক্রমাগতভাবে চরম অবনতি ঘটছে। বক্তাগণ আরো বলেন অবিলম্বে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভ‚মিকশিনসহ ৯দফা দাবী জানান।