স্টাফরিপোর্টার:
সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ প্রসূন থিয়েটার এর ২৬ বছর পূর্তি উৎসব উপলক্ষে ২৯ নভেম্বর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রাতে সিরাজগঞ্জ পৌর ভাষানী মিনায়তনে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রসূন থিয়েটার প্রধান এ্যাড. মাহবুবে খোদা টুটুল এর সভপাতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাড. কে এম হোসেন আলী হাসান।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য মমিন বাবু , সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, সাবেক দুই সভাপতি আনু ইসলাম, আসাদ উদ্দিন পবলু, প্রসূন থিয়েটারের উপদেষ্টা তারেক স্বপন, সাধারন সম্পাদক দিলীপ গৌড়, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন। গৌরবময় ইতিহাস তুলে ধরেন সদস্য তারিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাবিক নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক শামীম, সৃজনী আবৃত্তি কেন্দ্রের সভাপতি মোকবুল হোসেন, লালন একাডেমির সভাপতি নুরুল হুদা, স্বপ্ন দুয়ার এর আব্দুসালাম। পরে নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।