জিয়াউদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে মনোয়ার রহমান হাবলু স্মৃতি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শান্তিনগরস্থ সংগঠনের কার্যালয় প্রাঙণে এই সভার আয়োজন করা হয়। শুরুতেই সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করা হয়। এরপর উপস্থিত সব সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. লিটন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, মোকারিম হোসেন রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আ.লীগ নেতা আবিদ হাসান সুমন, জেলা ছাত্রলীগ নেতা মাহবুবার রহমান আশিক, মনোয়ার রহমান হাবলু স্মৃতি সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মোবাশি^র শুভ, মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আদনান হাবিব অনিক প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য: জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার রহমান হাবলুর স্মরণে এই সংগঠনটি গঠিত হয়।