সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সয়দাবাদে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার মুলিবাড়ীর রেললাইন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ও স্থানীয়দের ধারণা, গত মঙ্গলবার রাতে রাস্তা পার হবার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, বুধবার সকালে স্থানীয়রা দ্বিখন্ডিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ লাশ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠায়।