স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ পেীর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে থেকে বিস্ফোরক মামলার ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। গতকাল (০১ সেপ্টেম্বর) রাত সাডে ১০টার দিকে তাকে গ্রেফতারকরেছে র্যাব-১২’র স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল।
গ্রেফতার মোঃ শুক্কুর (৩০) শহরের রেলওয়ে কলোনী এলাকার আলী আহমেদ মুন্সীর ছেলে। এ সময় তার নিকট হইতে ০২ টি মোবাইলসেট,০৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখ রাত ১০.৩০মিঃ সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রেলওয়ে কলোনী মার্কাস মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।