সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সব কয়টি থানায় এসএমএস সার্ভিস চালু ও দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থার জন্য চা, চিনি, কেটলি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ লাইন্স ড্রিলসেটে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এই সামগ্রী বিতরণ করেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার বলেন, দর্শনার্থীরা যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য এসএমএস সার্ভিস চালু করা হলো। এখন থেকে জেলার ১২টি থানার ওসিদের নির্দেশনায় জিডি, অভিযোগসহ বিভিন্ন বিষয়ে অভিযোগকারীদের যথানিয়মে বাংলায় এসএমএস পাঠাতে হবে। যেন বাদীকে কষ্ট করে সংশ্লিষ্ট থানায় আসতে না হয়। কারণ বৃটিশ, পাকিস্তান নয়, আমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ। এজন্য দেশের কোন নাগরিক যেন হয়রানির শিকার না হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জের (ওসি) কঠোর নজরদারি রাখতে হবে। সকল নাগরিকের সমান মর্যাদা দিতে হবে।
এ অনুষ্ঠানে পুলিশ সুপার শরিফ আহম্মেদ (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার), অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান হোসেন, সংশ্লিষ্ট থানার ওসি, ডিআইও-১, ওসি (ডিবি) ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।