দ্বীন মোহাম্মাদ সাব্বির,স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী এলাকায় অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে মাটি কেটে ফসলি জমি নষ্ট করা হচ্ছে এমন সংবাদ পেয়ে শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩.৩০টার দিকে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন উপজেলা ভূমি অফিস এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার (২৯ আগস্ট) গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে মাটি কেটে ফসলি জমি নষ্ট করা হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় আল-আমিন নামক জনৈক ব্যক্তি এলাকায় ফসলি জমি নষ্ট করে এভাবে মাটি কেটে বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পরবর্তীতে অভিযোগ প্রমান হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্ত আল আমিন (৪২) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার)টাকা অর্থদন্ড দেয়া হয় বলে জানিয়েছে ভ্রাম্যমান আদালত