সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃফুটওভার ব্রীজ করতে আমরাকি আরো একটা লাশের অপেক্ষায় থাকবো? এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা সড়ক পারাপারে মরণফাঁদ হিসেবে চিহ্নিত করে ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে কেয়াইন ইউনিয়নের জনসাধারণ। গতকাল রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এসময় রাস্তা পারাপারে সকল প্রকার দূর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে ফুট ওভার ব্রীজ নির্মাণের জোর দাবী জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা সড়ক পারাপারের সময় দূর্ঘটনার শিকার হয়ে বেশ কয়েকজন পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে।