সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবু হানিফ তালুকদার হত্যা মামলার প্রধান আসামী শামীম খান ওরফে সীমান্ত (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে শরিয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে ওইদিন রাতেই তাকে আদালতে সোপর্দ করা হয়। সে পূর্ব শিয়ালদী গ্রামের মো. ভুলু খা’র ছেলে।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আবু হানিফ তালুকদার হত্যা মামলার প্রধান আসামী শামীম খান ওরফে সীমান্তকে বুধবার রাতে শরিয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।