স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলায় বাঙালী ও করতোয়া নদীতে অবৈধ সুতি জাল ব্যবহার করে অবাধে চলছে মাছ ধরার মহাউৎসব। অসাধু মৎস্য ব্যবসায়ীরা নদীতে অবাধে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় দেশীয় মাছের সংকট দেখা দেয়ার আশংকা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছ-বেলগাছী ব্রীজ সংলগ্ন বাঙালী নদীতে সুতি জাল ব্যবহার করে মাছ ধরার মহাউৎসবে মেতেছে কতিপয় অসাধু মাছ ব্যবসায়ীরা। এলাকাবাসী জানায়, এই সুতি জালে ছোট ছোট ক্ষুদ্রাকৃতির মাছও ধরা পড়ে। যার কারণে পোনামাছ গুলো বড় হওয়ার আগেই জালে ধরা পরছে। বাঙ্গালী ও করতোয়া নদীর ওই এলাকার সারাদিন জাল পাতা থাকে। ভোররাতে জাল থেকে মাছ তুলে বাজারে বিক্রি করা হয়। এইভাবে বাঙালী নদীর বিনোদপুর ও ঝাঁজরে এবং করতোয়া নদীর খাগা এলাকায় সুতিজাল দিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ ব্যাপারে শেরপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা সরকার জানান, অবৈধ জালের বিরুদ্ধে ইতোপুর্বে দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় জব্দকৃত অবৈধ জাল ১৫শ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।