বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনকে সভাপতিসহ ৮ টি পদে আওয়ামীলীগ ও সাধারণ সম্পাদক সহ ৫ টি পদে বিএনপি প্যানেলের প্রর্থীরা নির্বাচিত হয়েছে।
শুক্রবার সকাল ৭ টা হতে দুপুর ১ টা পর্যন্ত গওহর আলী এ্যাডভোকেটস বার ভবনে ভোট গ্রহন করা হয়। সংগঠনের ৭০৯ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে বার সমিতির নির্বাহী কমিটির ১৩ টি পদের মধ্যে ৮ টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড, মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি এ্যাড, মোঃ মাহবুবর রহমান ফারুক, এ্যাড, মোঃ রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক এ্যাড, এ.কে.এম রেজাউল হক, লাইব্রেরী ও সমাজকল্যান সম্পাদক এ্যাড, মোঃ ইউনুছ আলী, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড, মোঃ রিয়াজুল জান্নাত প্রিন্স, সদস্য এ্যাড, মোঃ আজিজুল হক ফিরোজ, এ্যাড, মোছাঃ বেবী খাতুন নির্বাচিত হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ রফিকুল ইসলাম (১), যুগ্ম সম্পাদক এ্যাড, মোঃ শফিকুল ইসলাম শফিক, সদস্য এ্যাড, মোছাঃ সালমা সুলতানা, এ্যাড, মোঃ জামাল পাশা রানা, এ্যাড, মোঃ উজ্জ্বল হোসেন।