স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুরে এক ইয়াবা কারবারিকে আটক করেছে গ্রাম পুলিশ। রবিবার (৯ আগস্ট) সকালে গোপণ সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ নজরুল ও শাহজামাল এই ইয়াবা কারবারি বানেজের বাড়িতে যায়। এসময় বানেজ ইয়াবা ভর্তি একটি ব্যাগ রেখে পালানোর চেষ্টা করে। পরে তারা ১৯০ পিচ ইয়াবা সহ স্থানীয় লোকজনের সহায়তায় বানেজকে আটক করেন গ্রাম পুলিশ।
গ্রেফতার ইয়াবা কারবারি বানেজ আলির (৪৫) বাড়ি উপজেলার পারখুকশিয়া গ্রামের বাসিন্দা ।
বিষয়টি তাৎক্ষণিক কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালিকে মোবাইল ফোনে জানালে পুলিশ এসে ধৃত বানেজকে ফাঁড়িতে নিয়ে যান।
গ্রাম পুলিশ নজরুল জানান, ‘বানেজের জামাই মাদক ব্যবসার সাথে জড়িত। সে এলাকার বাইরের মানুষ। এই খবর শুনে আমরা তার বাড়িতে যাই। তাকে আটক করায় গৌতম স্যার আমাদের এক হাজার টাকা বখশিস দিয়েছেন।’
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার।