স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদরের ০৪ জন অসাধু সার্টিফিকেট বিহীন ভূয়া ডেন্টাল ডাক্তার কে ৭৩,০০০ টাকা জরিমানা করেছে র্যাবে-১২ এর ভ্রাম্যমাণ আদালত। গোপন সাংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) বিকাল ০৪.৩০ হতে সন্ধ্যা ০৬.১০ পর্যন্ত সিরাজগঞ্জ সদর এলাকায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল সোমবার (২৭ জুলই) র্যাব-১২ এর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অর্থ দন্ডে দন্ডিতরা হলেন, তালুকদার ডেন্টাল ক্লিনিক এন্ড ল্যাব সেন্টারের মোঃ মোস্তফা আহমেদ (৪০), খাঁন ডেন্টাল কেয়ার এর মোঃ আশরাফুল ইসলাম (২৬), মা- ডেন্টাল কেয়ারের শরিফুল ইসলাম রনি (৩৩) এবং স্কয়ার ডেন্টাল কেয়ারের রাশেদুল হাসান বাদশা (৩২)।
সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহককারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান, সিভিল সার্জন এর কার্যালযয়ের ডা: সৌমিত্র বসাক (এমবিবিএস) ও র্যব-১২ এর সদস্যরা।
এ সময়, সার্টিফিকেট বিহীন ভূয়া ডাক্তারদেরকে রোগীদের চিকিৎসা প্রদান করার দায়ে ০৪ জন ভূয়া নামধারী ডেন্টাল ডাক্তারকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্যট মোঃ মাসুদুর রহমান এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ”মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল,২০১০ এর ২৯(২) ধারায“ বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন
এসময়, তালুকদার ডেন্টাল ক্লিনিক এন্ড ল্যাব সেন্টারের মোঃ মোস্তফা আহমেদ কে ৫,০০০ টাকা, খাঁন ডেন্টাল কেয়ার এর মোঃ আশরাফুল ইসলাম কে ২০,০০০ টাকা, মা- ডেন্টাল কেয়ার শরিফুল ইসলাম রনি কে ৪০,০০০টাকা এবং স্কয়ার ডেন্টাল কেয়ারের রাশেদুল হাসান বাদশা কে ৮,০০০ টাকা জরিমানা করা হয়।