বিনোদন ডেক্সঃ
ঘরবন্দী জীবনের ক্লান্তময় সময়ে ক্ষানিকটা বিনোদনের উপকরণ হিসাবে এবং পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অবমুক্ত হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আহমেদ শাকিল’র ৬ টি মৌলিক গান। ৬ জন গীতিকবি তাঁদের ভিন্ন স্বাদের কথামালায় সাজিয়েছেন গানগুলো। ৬টি গানেই কন্ঠ দিয়েছেন সংগীত জগতের নক্ষত্র, সিরাজগঞ্জের সন্তান জনপ্রিয় কন্ঠশিল্পী শাকিল আহমেদ
গান ৬টির মধ্যে আছে -গীতিকার ও সুরকার ফকির হযরত শাহ এর “দুঃখওয়ালা”, কাজী রাসেলের কথা ও সুরে ”করলিরে বেঈমানী” গীতিকার মাহবুবে খোদা টুটুলের লেখা “জনম কানা” গানটির সুর করেছেন শিল্পী নিজেই নূরন্নবী খান জুয়েল লেখা “কোন তারাটা তুই?” এ গানটিরও সুরকার শাকিল নিজে এই ৪ টি গানেরই সংগীতায়োজন করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক রোজেন রহমান।
গানচাষী খ্যাত প্লাবন কোরেশীর কথা ও সুরে “মায়াকান্দন” গানটির সংগীত করেছেন সনামধন্য কম্পোজার রিয়েল আশিক। এবং শাকিল আহমেদের কথা ও সুরে “বউ সাজামু” গানের সংগীতায়োজন সময়ের মেধাবী কম্পোজার শামিম আশিক
আসন্ন গান ৬টির বিষয়ে জানতে চাইলে শিল্পী বলেন, দর্শকেরা ৬ টি গানে ৬ রকমের ভিন্ন স্বাদ পাবে। ৬ টি গানই ফোক ধাচের। সবগুলো গানেরই স্টুডিও ভার্সন ভিডিও । ৬ টি গানই দেশের ৬ টি সনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হবে। এ গানগুলো ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে রিলিজ করা হবে এরপরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও আরো গানের কাজ চলছে বলেও জানান তিনি।
এর আগেও দর্শক মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছিল বাংলাদেশের বিভিন্ন মিউজিক কোম্পানির ব্যানারে প্রকাশ হওয়া শাকিল আহমেদ এর “ধোঁকা” ‘মন পবনের নাও’ ‘ঠিকানা’,’পাগল’ ‘তোকে ছারা’, চতুর পাখি প্রাণপাখি ও প্রেমের সাগর এর মত দর্শক নন্দিত বেশকিছু গান