আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ১৪ দরিদ্র ভ্যান চালককে বিনামুল্যে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আরপিডিও কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস। সংস্থার নির্বাহী পরিচালক শাহ ফারহানা ফিরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক রেদওয়ানুর রহমান, সামসুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আরপিডিও সংস্থা কর্তৃক ইউনিয়নের ১৪ জন দরিদ্র ভ্যান চালকের মাঝে ১টি করে পায়ে চালিত ভ্যানগাড়ি বিতরণ করেন অতিথিবৃন্দ।