দ্বীন মোহাম্মাদ সাব্বির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে যমুনার পানির প্রবল স্রোতে সলিড স্পার বাঁধের ৭৫ মিটার (আর্থেন স্যাংক) এ ধস নেমেছে। হঠাত্ ধস শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার (২০ জুলাই) সকাল থেকে ধস নামতে শুরু হয়ে দুপুরের মধ্যে স্যাংকটির ৭৫ মিটার অংশ ধসে যায় এ সময় উত্তর পাশের একটি বাড়িও ভেঙে যায়।
জানাগেছে, এনায়েতপুর এলাকায় ভাঙন ঠেকাতে ২০০০ সালে নদীর গতিপথ পরিবর্তন করার জন্য ২১ কোটি টাকা ব্যয়ে সলিড স্পারটি নির্মাণ করা হয়। এটি স্থানীয়দের কাছে রক্ষাকবজ হিসেবে পরিচিত। কিন্তু হঠাৎ ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, যমুনা নদীর প্রবল স্রোতে সলিড স্পারটির আর্থেন স্যাংকে (মাটির অংশ) ধস দেখা দেয়। খবর পেয়ে পাউবোর টিম ঘটনাস্থলে পৌঁছে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করে। তিনি বলেন, স্যাংকটি ধসে গেলেও এখনো সলিড স্পারের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়নি। এ কারণে আতঙ্কের কিছু নেই। আমরা চেষ্টা করছি ভাঙনের বিস্তৃতি ঠেকাতে।