সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকা সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহবায় মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল হক জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু। আরো উপস্থিত ছিলেন, আইন ও মানবাধিকা সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) যুগ্ন আহবায়ক, এ্যাড. সোহানুর রহমান সোহান, তপন রাজবংশী, আমির হোসেন ঢালীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথী বলেন, সমাজে অনেকেই আছেন যারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়ে ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সেসব নির্যাতিত মানুষ যাতে ন্যায্য বিচার পেতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। সংগঠনটি মূল উদ্দেশ্যই মানুষের সেবা করা। এটির মাধ্যমে স্বচ্ছতার সাথে কাজ করে যেতে হবে। যাতে করে দেশ জাতী ও সমাজের কল্যান সাধিত হয়।