পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের প্রথম শাহাদত বার্ষিকী পালিত হয়। মঙ্গলবার বিকালে উপজেলার বাগজানা ইউনিয়ন কমিটির উদ্দোগে বাগজানার পরিষদ মসজিদে পল্লীবন্ধুর বিদেহী আত্বার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পল্লীবন্ধুর জীবনদসায় তিঁনি দেশের ও দেশের মানুষের সুখের জন্য কি কি কাজ করে গেছেন এবিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উপস্থিত অতিথিগন।
পল্লীবন্ধুর শাহাদত বার্ষিকীতে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সাবেক বালিঘাটা ইউপি চেয়ারম্যান আব্দুল বারিক মন্ডল, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ শরিফ উদ্দিন, সাবেক জেলা ছাত্র সমাজের সভাপতি ও বর্তমানে জেলা যুবসংহতির সদস্য সচিব এইচ এম আওলাদ মন্ডল, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি জয়নাল আবেদীন, সদস্য শহিদুল ইসলাম শাহিন, জিনু, ভুট্টু ও ফারুক প্রমুখ।