স্টাফরিপোর্টার:
নীরবে নিঃশব্দে জন্মদিন পালিত হল শেরপুর থানার অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের। বলা চলে পুলিশ প্রশাসনের লোকজনদের জন্মদিন কখন আসে আর কখন চলে যায় ব্যস্ততা আর দায়িত্বের কারণে অনেকে তা স্মরনেই আনতে পারে না। পুলিশের শুক্র শনিবার বলতে কোন সময় নেই। অন্যান্য চাকুরীজীবীদের এই দুই দিন ছুটি থাকলেও তাদের চাকুরীর সংবিধানে যেন তা লেখা নেই। ছুটির দিনে পরিজনের সাথে গল্প করা আর আড্ডা দেয়াটা যেন স্বপ্নের মতো। কোন আড্ডার প্রতিশ্রুতি নিলেও হঠাৎ একটা জরুরী ফোন মানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই ছুটে যাওয়া। তাই দায়িত্ব ছাড়া অন্যান্য চাকুরি জীবীদের মত তাদের আলাদা সময় নেই। ফলে শেরপুর থানার (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ ভাইয়ের জন্মদিন যে ১০ জুলাই ছিল তা তার জানা ছিল না। ব্যস্ততা তাকে ভুলিয়ে দিয়েছিল কখন তিনি পৃথিবীতে পা রেখেছিলেন সেই সময়টির কথা। কিন্তু স্ত্রী আর সন্তান তা ঠিকই মনে রেখেছিলেন। পুলিশে চাকরি করার কারণে তার জন্মদিনের কথা স্বরণ নেই। তাই তাকে অফিস থেকে ফোন করে ডেকে এনে রাত ১২ টা ১ মিনিটেই শুভ দিনের উদ্বোধনীর কাজটি সেরে ফেলেছেন তার সহধর্মিনী ও দুই কলিজার টুকরা। আসা মাত্রই স্মরণ করিয়ে দিলেন তারা এই দুর্লভ সময়টির কথা। তারপর জাকজমক পূর্ণ না হলেও মোটামোটি ভাবে তিনি পালন করলেন জন্মদিন। আর ভাবলেন আজ আমার জন্মদিন হয়তো ভুলেই গিয়েছিলাম এই সুন্দর দিনটি। হয়তো তিনি ভেবেছেন হায়রে চাকুরী নিজের জন্মদিনটিকে মনে করতে দেয়না।
অসাধারন ব্যক্তিত্তের এই প্রিয় মানুষটির আজকের শুভ জন্মদিনে, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এর পক্ষ থেকে তাকে জানিয়েছেন প্রাণঢালা অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা।