এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার কলারোয়ায় ২০ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। এসময় কোন চোরাকারবারিকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
শনিবার(৪ জুলাই)সকালে কলারোয়ার কাকডাংগা সীমান্ত এলাকা থেকে এ রূপার গহনা আটক করে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র লে.ক.মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ইসাহাক মোল্লার নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মনিরার ঘাট নামক স্থানে অভিযান চালায়। এসময় অজ্ঞাত ১ জন ব্যক্তি চোরায় পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির সদস্যরা উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে সে ব্যাগ ফেলে সোনাই নদীতে লাফ দিয়ে সাতরিয়ে ভারতের চলে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০ কেজি ওজনের ভারতীয় রুপার গহনা আটক করে। যার বাজার মূল্যে ১২ লক্ষ ৮০ হাজার টাকা।