স্টাফরিপোর্টার:: করোনায় আক্রান্ত হয়ে মুত্যুবরণ করলেন পুলিশের এএস আই আজাদ | সে বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দাড়কীপাড়া (বণিকপাড়া) এর চাতাল ব্যবসায়ী আবুল কাসেম সরদারের ছেলে এবং রাজশাহী কোর্ট পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হিসাবে কর্মরত ছিলেন।
বুধবার (১জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীতে মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, তিনভাইয়ের মধ্যে আবুল কালাম আজাদ ছিলেন মেঝ। তিনি ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও ১ ছেলে, ১ মেয়ের জনক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ রাজশাহী থেকে শেরপুরে পৌছাঁর পর স্বাস্থ্যবিধি মেনে তাকে হাসপাতাল রোডস্থ কবরস্থানে দাফন করা হবে।