সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে থানা পুলিশের আয়োজনে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে সিরাজদিখান থানার ১২ জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এ পর্যন্ত করোনা সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে সিরাজদিখান থানার ১৮ জন পুলিশ সদস্য করোনা (কভিড-১৯) আক্রান্ত হন। ইতোমধ্যে সুস্থ্য হয়ে কর্মস্থলে ফিরেছেন ওসি ফরিদ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদুদুল হকসহ ১২ জন। চিকিৎসাধীন রয়েছেন পরিদর্শক (অপরেশন) আজিজুল হক হাওলাদারসহ আরো ৬জন। সুস্থ্যদের ফুল দিয়ে সংবর্ধনা ও চিকিৎসাধীনদের সুস্থ্যতা কামণা করে দোয়া মোনাজাদ করা হয়েছে।