ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে শ্যামলী পরিবহনের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা।
সোমবার (২৯ জুন) রাতে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কের বড় খোচাবাড়ি নামক এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত ইমাম সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা উদ্যান রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন (৭০) বড় খোচাবাড়ি থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি বড় খোচাবাড়ির ট্রাক, ট্যাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ভ্যানের একটি চাঁকা গর্তে পড়লে সড়কে ছিটকে পড়েন গিয়াস উদ্দিন। পিছন দিক থেকে এসে শ্যামলী পরিবহনের নৈশ্য বাসটি গিয়াস উদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃৃত্যু হয়। খবর পেয়ে ঘটনা স্থলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম এসে গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।