সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে আকস্মিক আগাম বন্যায় চালুয়াবাড়ী ইউনিয়নের ৪’শ পানিবন্দি পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জি.আর এর চাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০জুন) বেলা ৩ ঘটিকায় বন্যা কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল বিতরণ ও বিশুদ্ধ পানির ব্যবস্থায় নলকূপ স্থাপনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।