সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চোরাই সন্দেহে একটি কালো রংয়ের পালসার মোটর সাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে বাইকটির মালিক নাঈম ইসলাম বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন আশা কফি হাউজের সামনে থেকে মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়। সে পূর্ব কাকালদী গ্রামের মো. জাবেদের ছেলে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, মোটর সাইকেলের কোন কাগজপত্র না থাকায় চোরাই সন্দেহে নাঈম ইসলাম বাবুকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মোটর সাইকেলটি থানা হেফাজতে রয়েছে।