এস,এম,হাবিবু্ল হাসান:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলশনে করোনার উপসর্গ নিয়ে ইমান আলী (৫২) ও দাউদ আলী (৫০) নামে দু’জনের মৃত্যু হয়েছে।এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে এপর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার(২৪ জুন) রাতে চিকিৎসাধীন অনস্থায় তারা মারা যান।
মৃত ইমান আলী সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ও দাউদ আলী কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, শ্বাসকষ্ট নিয়ে সোমবার(২২ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে ভর্তি হন ইমান আলী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান ।
তিনি আরো জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৮ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের রুস্তুম আলী। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দু’টি মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. জয়ন্ত সরকার। তাদের বাড়ি লক ডাউন করার প্রস্তুতি চলছে।
এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। তবে ১৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৪ জুন,মঙ্গলবারয় ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন