সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষ প্রয়োগ করে দুইটি হ্যাচারির পাঁচটি পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের ভাই-ভাই হ্যাচারির মালিক নূর ইসলাম ও একই গ্রামের শাপলা হ্যাচারির মালিক মো. খোরশেদ তাদের হ্যাচারির পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার এ অভিযোগ তোলেন।
ভুক্তভোগীরা বলেন, আমাদের হ্যাচারির পুকুরে কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করেছে। একটি পুকুরের মাছ গুলোকে আমরা বাঁচাতে পেরেছি। আমাদের দুই ভাইয়ের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা পুলিশ কে জানিয়েছি। মাছ গুলোর ব্যাবস্থা করে থানায় গিয়ে অভিযোগ করবো।
এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, আমাকে হ্যাচারির মালিক ঘটনা টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অনেক সময় পুকুরে অক্সিজেন কমে গেলে মাছ মারা যায়। তদন্ত চলছে, যদি বিষ প্রয়োগ করে মারা হয়ে থাকে তবে দোষীদের আমরা আইনের আওতায় আনবো।