সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসাধারণের নমুনা সংগ্রহের জন্য বুথ উপহার দেওয়া হয়েছে। সেই সাথে এ বুথটি উদ্বোধন করা হয়েছে। মানুষজন করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথ উপহার দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আনুষ্ঠানিক ভাবে এটির উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে গোলাম সারোয়ার কবির প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আইনজীবি আবু সাইদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চৌধূরী, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী প্রমূখ। এসময় প্রধান অতিথী গোলাম সারোয়ার কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা দুর্যোগে কাজ করে যাচ্ছেন মানুষের কল্যানে। সরকার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিরাজদিখানে প্রথমবারের মত করোনা মোকাবেলার লক্ষ্যে নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হলো।