এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের অভিযানে প্রাইভেট কারসহ মো.হাবিবুর রহমান(২২) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছে থাকা প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
মঙ্গলবার(১৭ জুন) রাতে কলারোয়া উপজেলার পারিখুকি গ্রাম এলাকা থেকে ফেনসিডিল ব্যবসায়ী হাবিবুরকে আটক করে। সে উপজেলার পারিখুকি গ্রামের জাহান আলীর ছেলে।
কলারোয়ায় থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পারিখুকি গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রাইভেট কারসহ মো.হাবিবুর রহমানকে আটক করা হয়। তার প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।।আটককৃত আসামীকে মাদকের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।