এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় করোনাভাইরাসের(কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২ টি মামলায় ২১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার(১৮ জুন) বিকোলে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
সাতক্ষীরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলা গুলোতে এই অভিযান অব্যাহত থাকলেও সাধারন মানুষ যেন কিছুতেই মানছে না সামাজিক দূরত্ব। একই সাথে অনেকেই ব্যবহার করছে না মাস্ক। এরফলে আইন শৃখংলা বাহিনীর সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছে।
এছাড়াও জেলা সাতটি উপজেলা বিভিন্ন স্থানে সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২ টি মামলায় ২১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর গত ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩শ’৬৫টি মামলায় ১ লাখ ৬২ হাজার ৬শ’টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলায় করোনা প্রতিরোধে শুরু থেকে আজ পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন শতাধিক মামলায় মোট ৩৭ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।