স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুরে মিল ঘরের চাল মেরামত করার সময় বিদ্যুস্পৃষ্টে ১ জন নিহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে নিহতের পরিবার।
শেরপুর থানায় দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্ধিকুমড়া গ্রামের রইছ উদ্দিন মন্ডলের পুত্র ফরিদ উদ্দিন ফটিক (৪৫) পেশায় একজন কাঠমিস্ত্রি। গত (০৬ জুন) দুপুরে একই এলাকার দড়িমুকুন্দে অবস্থিত মেসার্স শামীম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর ওরফে বাছাই জাহাঙ্গীর তার মিল প্রতিষ্ঠানের চাল মেরামতের জন্য ফরিদ উদ্দিন ফটিককে নিয়ে যায়। এদিকে উক্ত চালের উপর দিয়ে ৩৩ কেভি (কিলো ভোল্ট) শক্তিসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকলেও এব্যাপারে তাকে সতর্ক করা হয়নি।
দুপুর বেলা রোদের প্রখর তাপ থাকায় কাজের সুবিধার্থে ফটিক ছাতা নিয়ে চালে ওঠে। কাজের এক পর্যায়ে ছাতার উপরের স্টিল অংশ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শ করে। সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে শরীরের বেশীর ভাগ অংশ ঝলসে গিয়ে ফটিক নিচে পড়ে যায়।
তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমúেøক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় (০৭ জুন) সকালে মৃত্যু বরণ করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। লাশ পোস্ট মর্টেম শেষে দাফনের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।