রাজিবুল ইসলাম রক্তিম:
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন এ থাকা সোবাহান (৫১)নামের আরোও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোবাহান গত ২৩ মে করোনাই আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। মৃত সোবহান সোনাতলা উপজেলার কালাই হাট গ্রামের বাসিন্দা।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) ডা: শফিক আমিন কাজল বলেন, সোবাহান (৫০) করোনাই আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন, সোবাহান (৫০) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন । হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা ভালোই ছিল, সোমবার সকালে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেরে যায় আস্তে আস্তে অবস্থার অবনতি হলে সকাল ১০ টায় সে মৃত্যুবরণ করে। তিনি আরো জানান লাশ জীবাণু মুক্ত করে দাফনের জন্য তার গ্রামের বাড়ি পাঠানো হবে। সোবাহান সহ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জন।