রাজিবুল ইসলাম রক্তিম:
২৪ ঘন্টায় বগুড়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের পজিটিভ আক্রান্ত সংখ্যা ৮৮ জন। এদের মধ্য পুরুষ ৬১ জন এবং মহিলা ২৩ জন এবং শিশু আছে ৪ জন।
আজ সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই প্লেটে মোট পরীক্ষা করা হয় ১৮৮ জনের। এরমধ্যে বগুড়া নমুনা সংগ্রহ করা হয় ১৮৮ জনের এবং এই ১৮৮ জনের মধ্যে পজেটিভ এর সংখ্যা ৫১জন ।
এদিকে বেসরকারি মেডিকেল কলেজ টিএমএসএস নমুনা পরীক্ষা করা হয় ৭৫ জনের এরমধ্যে বগুড়ায় নমুনার সংখ্যা ৬৭ জন এরমধ্যে পজেটিভ সংখ্যা ৩৭ জন বাকি ৮ জনের অন্যান্য জেলা।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ পিসিআর ল্যাব মিলে করোনা পজিটিভ আক্রান্ত সংখ্যা ৫১+৩৭=৮৮ জন ।
৮৮ জন করোনা ভাইরাস আক্রান্ত মধ্যে সদরে আছে
৭৩ জন, শাজাহানপুর উপজেলায় ৮ জন, গাবতলী উপজেলার ৩ জন, আদমদীঘি উপজেলায় ২ জন, নন্দীগ্রাম উপজেলায় ৩ জন।
আক্রান্ত করোনা ভাইরাসের উল্লেখযোগ্য স্থান গুলো হল জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী ও ফুলবাড়ি এলাকায়।
এই নিয়ে পড়তে মোট আক্রান্ত সংখ্যা ৮৭৮ জন , সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ জন, এবং মৃত্যুবরণ করেছে ৮জন
বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন তথ্যগুলো নিশ্চিত করেন।