রাজিবুল ইসলাম রক্তিম:
বগুড়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসের পজিটিভ আক্রান্ত সংখ্যা ১৬১ জন। এদের মধ্য ২৪ ঘন্টায় আক্রান্ত সংখ্যা ৫৯ জন |পুরুষ ৪২ জন এবং মহিলা ১২ জন এবং শিশু ৫ জন।এছাড়াও গত ৩০ মে এবং ৩১ মে ঢাকায় পাঠানো ৫৫০ নমুনা ফলাফল আজ প্রকাশ করেন জেলা ডেপুটি সিভিল সার্জন , এই ৫৫০ জনের নমুনার মধ্যে পজেটিভ আসে ১০২ জনের।
বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন |
আজ রবিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই প্লেটে মোট পরীক্ষা করা হয় ১৮৮ জনের। এরমধ্যে বগুড়া নমুনা সংগ্রহ করা হয় ১৮৮ জনের এবং এই ১৮৮ জনের মধ্যে পজেটিভ এর সংখ্যা ৪১ জন ।
এদিকে বেসরকারি মেডিকেল কলেজ টিএমএসএস নমুনা পরীক্ষা করা হয় ৪২ জনের এরমধ্যে বগুড়ায় নমুনার সংখ্যা ৩৫ জন এরমধ্যে পজেটিভ সংখ্যা ১৮ জন বাকি ৭ জনের অন্যান্য জেলার এরমধ্যে নওগাঁর একজন পজিটিভ
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ পিসিআর ল্যাব মিলে করোনা পজিটিভ আক্রান্ত সংখ্যা ৪১+১৮=৫৯ জন ।
গত ৩০ মে ও ৩১ মে নমুনা ও আজকের নমুনাসহ মোট পজেটিভ সংখ্যা ১৬১ জন ।