আবুবকর সিদ্দিক:
শেরপুর সরকারী কলেজে ২৩ নভেম্বর নবীন বরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারী কলেজ ছাত্রলীগ আয়োজিত নবীন বরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারি শেরপুর কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শেরপুর শহর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রনি সরকার প্রমূখ।
নবীনদের অভ্যর্থনা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সরকারী শেরপুর কলেজ ছাত্রলীগ সভাপতি এ,এস,এম শাকিল, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন।