স্টাফরিপোর্টার:করোনা যুদ্ধের সন্মুখ যোদ্ধা মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুস শোয়েব (৪০) করোনা জয় করেছেন |আজ বৃহস্পতিবার আসা রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। পরপর দু’বার করোনা ফলাফল নেগেটিভ হয়। এর আগে গত (১৩ মে) তার কোভিড ১৯ শনাক্ত হয়। তিনি এতদিন সরকারি বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন। শুরু থেকেই তার শরীরে উল্লেখযোগ্য তেমন কোন উপস্বর্গ ছিলো না।
এর আগে তিনি বিভিন্ন ভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারী নির্দেশনা ব্যপক ভাবে ভুমিকা পালন করেছে। সুস্থ হয়ে তিনি আবারো করোনা পরিস্থিতিতে দেশের কাজে নিয়োজিত থাকতে চান।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, মুন্সীগঞ্জের এডিএম করোনা জয় করেছেন। এটি খুব ভাল খবর। আমরা আশাবাদী এই রকম খবর আরো শুনবো। এডিএম খান মো: নাজমুস শোয়েব করোনা জয় করে সভ্যতার আলোর মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করেছেন।